চট্টগ্রাম বিপ্লবী উদ্যানে হাজারেরও বেশি পথচারী, রিকশাচালক, সিএনজি অটোরিকশাচালক, শ্রমিক ও সুবিধা বঞ্চিতদের ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (০৬ মার্চ) জিএম আইটি এবং হেল্প লেস স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়। এ আয়োজনের সভাপতিত্ব করেন জিএম আইটি এবং হেল্প লেস স্মাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম আইটির ম্যানেজিং ডাইরেক্টর নাজাতুল আলম জিসান, ভাইস চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী নিল, স্মাইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হেলাল সিকদার, আলী আজম, আবু নাঈম, এডভোকেট জামাল, আয়াতুল্লাহ, রাশেদ, রায়হান চৌধুরী, মোহাম্মদ আইয়ুব হেলালী, আজিম উদ্দিন, মো. আবু নাঈম, ইফতেখার ইফতি, আদনান আরিফ, মোহাম্মদ রাসেল, আলী আজগর, আবু তৈয়ব উল্লাহসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়ের ডা. শাহাদাত হোসাইন বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আইটি শিক্ষার বিকল্প নেই। দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রামমের মাধ্যমে আমরা যে নতুন দেশ পেয়েছি, তা এগিয়ে নেওয়ার জন্য আইটিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া উচিত। উন্নত ও সমৃদ্ধির বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। জিএম আইটি সেই কাজটি করে যাচ্ছে। তারা গত এক দশকে হাজার হাজার প্রযুক্ত নির্ভর তরুণ উদ্যোক্তা তৈরি করে চট্টগ্রামে সাড়া ফেলেছে।
মন্তব্য করুন