রাজবাড়ীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের মাঝে চেক বিতরণ এবং অসহায় নারীদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩ জনের পরিবার ও আহত ১২ জনসহ মোট ১৫ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১০ জন অসহায় নারীকে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার, শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোছা শামিমা পারভীন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীবসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর রাজবাড়ীতে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।
মন্তব্য করুন