ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোজা ও ঈদকে সামনে রেখে ডাকাতি প্রতিরোধে অতিরিক্ত ২৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের মহাসড়কগুলোতে জননিরাপত্তায় নিয়মিত সদস্যদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, আগামী একমাসের জন্য সড়ক নিরাপত্তা জোরদার করতে এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিশেষ করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ককে প্রাধান্য দিয়েই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে।
তিনি বলেন, কুমিল্লা অঞ্চলের ২২টি হাইওয়ে থানায় নিয়মিত কার্যক্রমের সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্যরা যুক্ত হলে নিরাপত্তা আরও কঠোর হবে।
জানা যায়, কুমিল্লা দাউদকান্দি থানা থেকে চট্টগ্রাম বারো আউলিয়া থানা পর্যন্ত টহল ও চেকপোস্ট দ্বিগুণ করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা জোরদার করতে কঠোর নির্দেশনা দিয়েছে হেডকোয়ার্টার। সাম্প্রতিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়েছে। মহাসড়কে ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি ও ০১ মার্চ মহাসড়কের চৌদ্দগ্রাম ফালগুনকরা এলাকায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। এরপর এক হাইওয়ে ওসিকে বদলি করা হয়। পরেই অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগে দুটি টহল টিম কাজ করতো। এখন ৫টি কাজ করছে।
হাইওয়ে পুলিশের দাবি, ডাকাতি প্রতিরোধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। বিশেষ করে রোজা ও ঈদ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন