ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহার বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা গ্রিন লাইন পরিবহনের বাসটি মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার পর হঠাৎ চলন্ত বাসে আগুন দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ২০ জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হয়। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসের ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি বলেও উল্লেখ করেন।
মন্তব্য করুন