চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক সহযোগীসহ যুবদল নেতা আরফাত মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবদল নেতা আরফাত মামুন (৪৯) রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়া আবু আহমেদের ছেলে। তার সহযোগী বিপ্লব বড়ুয়া উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া গ্রামের তেজন্দ্র লাল বড়ুয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়ায় জুমার নামাজ আদায় ও বাবা-মায়ের কবর জিয়ারত করতে আসার পথে চাক্তাইয়ের শুঁটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার ১০ দিন পর গত ৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে মো. মাকসুদ আলম বাদী হয়ে ২৫/৩০ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে এ মামলায় রমজান আলী ও গিয়াস উদ্দিন নামে দুজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তবে এখনও এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন হয়নি।
চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে তদন্তসাপেক্ষে সিদ্ধান্ত গৃহীত হবে।
মন্তব্য করুন