কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে ফেলাচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার আসতে যতদিন বিলম্বিত হবে ততদিন রাজনীতি এবং অর্থনৈতিক সংকটে পড়বে দেশ। সেজন্য বিএনপি বারবার এই সরকারকে নির্বাচনের জন্য তাগিদ দিয়ে যাচ্ছে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল কোট চত্বরে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট বার সমিতির টাঙ্গাইল জেলার সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি আব্দুল বাকী মিয়ার জানাজা শেষে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই নির্বাচনমুখী দল। তাই দলটি নির্বাচনের প্রস্তুতি সবসময়ই থাকে। সে অনুযায়ী মাঠ পর্যায়ে নেতাকর্মীরা ভোটের প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেশের গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এইজন্য বারবার বলছি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নির্বাচনে এত ভয় কিসের। আমরা তো বলিনি কাউকে ক্ষমতায় বসিয়ে দিন। নির্বাচনে যারা ভোটে জয়লাভ হবে তারাই ক্ষমতায় বসবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক শানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু প্রমুখ।
মন্তব্য করুন