রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনেও গ্রেপ্তার হয়নি প্রতারক

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ব্যাংকের ক্যাশ কাউন্টার। ছবি : সংগৃহীত
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ব্যাংকের ক্যাশ কাউন্টার। ছবি : সংগৃহীত

কথার ফাঁদে ফেলে রাজশাহীর বাগমারায় এক নারী গ্রাহকের কাছ থেকে ৬৮ হাজার টাকা নিয়ে উধাওয়ের দুদিন পেরিয়ে গেলেও প্রতারককে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে গত সোমবার সকালে বাগমারা সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখায় ভেতর এ ঘটনা ঘটে। খাদিজা বেগম (৪৫) নামে এক গ্রাহকের কাছ থেকে জাল নোট বদলে দেওয়ার কথা বলে আসল নোটগুলো নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গ্রাহক থানায় অভিযোগ দিয়েছেন। দুদিন পেরিয়ে গেলেও এখনো প্রতারকের পরিচয় শনাক্ত কিংবা তাকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।

পুলিশ, ভুক্তভোগী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্যাংকের ওই শাখায় টাকা উত্তোলনের জন্য যান খাদিজা। নিজের জমানো টাকা থেকে ৬৮ হাজার টাকা একটি চেকের মাধ্যমে তুলতে চান তিনি। এজন্য চেকটি নারী গ্রাহকদের বুথে জমা দেন। এ সময় তার পেছনে পরিপাটি অবস্থায় তিন ব্যক্তি ছিলেন। ব্যাংক থেকে টাকা বুঝে পাওয়ার পর ওই তিন ব্যক্তি তার কাছাকাছি আসেন।

এদের মধ্যে একজন নিজেকে ব্যাংকের লোক হিসেবে পরিচয় দিয়ে জানান, ভুলক্রমে তাকে জাল টাকা দেওয়া হয়েছে। সেগুলো পাল্টে আসল নোট দেওয়ার আশ্বাসে টাকাগুলো ওই নারীর কাছ থেকে নেন তারা। পাশের কাউন্টারে যাওয়ার কথা বলে তারা কৌশলে ব্যাংকের ভেতর থেকে দ্রুত সটকে পড়েন।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই প্রতারকের ছবি ও ফুটেজ দেওয়া হয়েছে। ব্যাংক তথ্য দিয়ে সহযোগিতা করবে। ওই গ্রাহককে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ওই নারী ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার টাকা তুলেছিলেন। এ সময় প্রতারকরা খাদিজাকে বলে আপনার কাছে বেশকিছু জাল টাকা গেছে। সেগুলো পরিবর্তন করতে হবে। এই বলে তারা ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে প্রতারককে ধরার চেষ্টা করা হচ্ছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এই বিষয়ে আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা না দেওয়ায় ঘরে আগুন লাগিয়ে দিল ছেলে

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হয়ে উঠল দুবাই

৪৬১৫ রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশ

গাজার ধ্বংসস্তূপে মিলল আরও মরদেহ, নিহত সাড়ে ৪৮ ছুঁইছুঁই

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

এআইইউবিতে ১৫তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

সামাদের পরিবারের দায়িত্ব নিলেন হাসনাত আব্দুল্লাহ

০৬ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

০৬ মার্চ : আজকের নামাজের সময়সূচি

সাবেক এমপি আফতাব গ্রেপ্তার

১০

‘সরকারি যানবাহন সিগন্যাল অমান্য ও উল্টোপথে গেলেই মামলা’

১১

নর্থ সাউথের ঘটনায় সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১২

১০ জন নিয়েও বার্সার দাপুটে জয়

১৩

গাবতলীর শাহী মসজিদ বস্তির আগুন নিয়ন্ত্রণে

১৪

মুশফিককে নিয়ে তামিমের আবেগঘন ভিডিওবার্তা

১৫

জবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

১৬

একটি গোষ্ঠী স্বৈরাচারী মনোভাব নিয়ে কথা বলছে : আমিনুল হক

১৭

আধা ঘণ্টার ব্যবধানে প্রক্টর অফিস থেকে মিল্টন-জন উধাও

১৮

ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেন মুশফিক

১৯

রাজশাহীর ইফতারে শাহী ফিরনি ও বাটার মোড়ের জিলাপি

২০
X