সিলেটে শাহপরান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) পৌনে ৫টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট শাহপরান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেল ৫টা থেকে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। শাহপরান এলাকার দাসপাড়া, বালুটিকর, বংশীধর, চকগ্রাম ও হালুয়ার পাড় গ্রামবাসীর মধ্যে রাত ৯ টা পর্যন্ত চলে সংঘর্ষ। উভয়পক্ষের মধ্যে চলে ইট পাটকেল নিক্ষেপ। পুলিশ ও সেনাবাহিনীর প্রায় ১ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে বাড়ি বাড়ি তল্লাশি ও অভিযান চলমান রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শাহপরান এলাকায় আধিপত্য বিস্তারের জেরে পাঁচ গ্রামের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ আহত হয়েছেন ১৮ থেকে ২০ জন। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।
শাহপরান থানার ওসি মোহাম্মদ মনির হোসেন কালবেলাকে বলেন, পুর্বশত্রুতার জেরে ইফতারের আগ থেকে এই সংঘর্ষ শুরু হয়। একই ঘটনার জেরে আবারো এই সংঘর্ষ বেধেঁ যায় ৫ গ্রামের মধ্যে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলেও চলমান অভিযান ও তল্লাশি চলছে।
মন্তব্য করুন