অপারেশন ডেভিল হান্টে ডিবি পুলিশের অভিযানে নোয়াখালীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদী প্রধান সড়কের বড় মসজিদ মোড় এলাকা থেকে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম সাইদুর রহমান রায়হান। তিনি নোয়াখালী পৌরসভা শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম কালবেলাকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রায়হানকে অনেক দিন ধরে পুলিশ খুঁজছিল। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন