রাজধানীর ডেমরায় স্বামীকে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি পূরণ করতে না পেরে আত্মহত্যা করেছেন গৃহবধূ স্বর্ণা আক্তার (২০)। মঙ্গলবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে ডেমরার কোনাপাড়া পাড়া ডগাইর শাহজালাল রোডের বুলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মৃতের স্বামী রাহাতুল হাসান রাহাত ও তার শাশুড়ি নয়ন মনিকে আসামি করে মৃতের দুলাভাই ডেমরা থানায় একটি অভিযোগ করেন। ওই রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ রাহাতুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে বুধবার (৫ মার্চ) বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাহাত কোনাপাড়া শাহজালাল রোডের শুন্যা টেংরা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বর্ণা আক্তার ও রাহাতুল হাসান ২ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন এবং সংসার করে আসছেন এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার স্ত্রী স্বর্ণার কাছে দাবি জানায় এবং চাপ প্রয়োগ করে রাহাতুল হাসান এ বিষয়ে স্বর্ণা তার মাকে অবহিত করলে পরে দেখা যাবে বলে মা আশ্বস্ত করেন।
এ নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয় এবং ঝগড়া হয় পরে স্বামীর দাবি পূরণ করতে না পেরে অভিমানে গৃহবধূ স্বর্ণা ৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নিজের রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। এসময় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহামুদুর রহমান কালবেলাকে বলেন, তাদের পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে বলে জানতে পারি। এছাড়া মৃতের স্বামী নাকি তার স্ত্রীর থেকে একটি মোটরসাইকেল চেয়েছিল। হয়তো সেটি দিতে না পেরে গত ৩ মার্চ রাত ১১টা থেকে আড়াইটার মধ্যে যে কোনো সময় স্বর্ণা আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে মৃতের পক্ষে একটি মামলা হয়েছে।
মন্তব্য করুন