লাালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকার ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মরদেহটি অন্যকোনো এলাকার হতে পারে। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ৩০-৪০ বছরের মধ্যে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে স্থানীয় কৃষক শফিকুল ইসলাম তার রোপণকৃত ভুট্টাক্ষেত দেখতে যান। এ সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরনে ছিল কালো রংয়ের বোরকা ও হলুদ রংয়ের ওড়না। মরদেহের মাথাটি আশপাশের কোথাও পাওয়া যায়নি।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মাদ নুরনবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহের বাকি অংশটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন