কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ নুরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং গ্রামস্থ ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ ব্লকে এ ঘটনা ঘটে।
এ সময় মোহাম্মদ নুর মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে নিজ ঘরে ফিরছিলেন। পথিমধ্যে নুরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নুরের নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
মিয়ানমারের রাখাইন প্রদেশস্থ মংডু জেলা থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নিহত নুর ওই ব্লকের আবু সৈয়দের ছেলে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন।
তিনি জানান, ‘গত বছর রমজানেও নুরকে কুপিয়েছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে, তবে অধিকতর তদন্তের পর মূল রহস্য জানা যাবে, যা উদঘাটনে আমরা কাজ করছি।’
রোহিঙ্গাদের একটি সূত্র বলছে, এক সময় নুর সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল- তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নুরের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন