স্বৈরাচার শেখ হাসিনার পতনের দীর্ঘ সাত মাস পূর্ণ হয়েছে। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সন্ধ্যায়ই বিক্ষুব্ধ ছাত্র-জনতা জয়পুরহাট সদর থানা ভবনে হামলা চালায়। লুট হয় থানার অস্ত্রাগার। পুড়িয়ে দেয় বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ কাগজাদি। তবে এসব ঘটনার সাত মাস পেরিয়ে গেলেও লুট হওয়া অস্ত্র ও গুলির মধ্যে এখনো উদ্ধার হয়নি ১৪টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ১০০ গুলি এবং পুলিশের বেতারবার্তা (ওয়াকিটকি)। ওই সব অস্ত্রের মধ্যে থানা পুলিশের ৬টি পিস্তল এবং থানায় জমা রাখা লাইসেন্স প্রাপ্ত সাধারণ মানুষের ৮টি অস্ত্র ছিল।
জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় ৫১টি অস্ত্র লুট হয়। গত ৭ মাসে ৩৭টি অস্ত্র উদ্ধার হয়েছে। ওই সব অস্ত্র জেলার বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ চলতি বছরের ১০ জানুয়ারি জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৫ ক্যাম্পের সদস্যরা ১২টি রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে, যা সদর থানায় জমা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লুট হওয়া ১৪টি আগ্নেয়াস্ত্রের মধ্যে পুলিশের ৫টি পিস্তল ও একটি চায়নিজ রাইফেল রয়েছে, যা উদ্ধারে চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক কালবেলাকে বলেন, লুট হওয়া বাকি অস্ত্রগুলো উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।
মন্তব্য করুন