গাজীপুর মহানগরীর বিভিন্ন থানায় বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) গাজীপুর মহানগর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশেষ অভিযানে সদর থানায় একজন, বাসন থানায় তিনজন, গাছা থানায় তিনজন, টঙ্গী পূর্ব থানায় আটজন, টঙ্গী পশ্চিম থানায় দুজন, ডিবি উত্তরে চারজন ও ডিবি দক্ষিণে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে মাদক ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালায় যৌথবাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া এ অভিযানে বিজিবি, র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের প্রায় ২৬০ সদস্য অংশ নেন। অভিযানের সময় ৬০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা রয়েছে।
মন্তব্য করুন