চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে আদালতের মালখানার কাছে এ ঘটনা ঘটে।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নেমেছে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান।
এর আগে ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া এলাকার মতিউর রহমান মতি। গরু কেনা-বেচার ব্যবসা করেন তিনি।
মতিউর রহমান মতি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালতের রেকর্ডরুমের সামনে দিয়ে কাস্টম অফিসে যাচ্ছিল অকসনের গরু কিনতে। এ সময় মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমার দেহ তল্লাশি করে। এক পর্যায়ে আমার কাছে থাকা গরু কেনার ৩৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মতি আরও জানান, হেলমেটে তার মুখ ঢাকা ছিল, তাই চিনতে পারেননি। টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত গতিতে পালিয়ে যায় সে। এ সময় আমার চিৎকারে দু-একজন এগিয়ে এলেও ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে যায়।
ওসি মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি সিসিটিভি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। আমরা সে বিষয়টিও তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে যেই জড়িত থাক না কেন তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন