কুড়িগ্রামের রৌমারীতে এক মাদক কারবারির বাড়ির গোয়াল ঘর থেকে ১৪৩ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাকিল খান ওরফে শাকিল আহমেদ (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাকিল উপজেলার উত্তর বারবান্দা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
নন্দলাল চৌধুরী জানান, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন খবরের ভিত্তিতে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘরের মাটির নিচ থেকে ১৪৩ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। এসময় মাদক কারবারি শাকিলকে আটক করা হয়।
তিনি আরও জানান, শাকিলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে তাকে।
মন্তব্য করুন