সিলেটে সড়ক দুর্ঘটনায় ফেব্রুয়ারিতে ৩২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ তথ্য প্রকাশ করেছে।
চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা কমলেও দ্বিগুণ হয়েছে আহতের সংখ্যা।
প্রকাশিত প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
এর আগে জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
ফেব্রুয়ারি মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছিলেন।
মন্তব্য করুন