প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দুস্থদের জন্য ১ টাকায় ইফতার

বগুড়ায় অসহায় এবং দুস্থদের মাঝে মাত্র এক টাকায় ইফতার বিক্রি। ছবি : কালবেলা
বগুড়ায় অসহায় এবং দুস্থদের মাঝে মাত্র এক টাকায় ইফতার বিক্রি। ছবি : কালবেলা

বগুড়ায় ‘আত্ম-মানবতায় সমাজ গড়ি, দানে নয় নিজের টাকায় ইফতার করি’ স্লোগানকে সামনে রেখে অসহায় এবং দুস্থদের মাঝে মাত্র এক টাকায় ইফতার বিক্রি করছেন একদল যুবক। রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন বিকেল ৫টার পর ২০০ জনের বেশি লোকের জন্য ইফতারের প্যাকেট নিয়ে হাজির হচ্ছেন তারা। শহরের ছিন্নমূল, ভিখারি, রিকশাচালক এবং স্বল্প আয়ের মানুষ প্রতীকী মূলে এ ইফতার কিনছেন।

রমজানের প্রথম দিন থেকেই শহরের সাতমাথায় ‘লাইফ লাইন’ ব্যানারে ইফতার বিক্রি করছেন এ তরুণরা। রমজানজুড়ে তারা ১ টাকায় ইফতার বিক্রির কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন।

জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে রোজা রেখে অনেকের ভাগ্যে ইফতার জোগার করাও কঠিন হয়ে পড়ে, এমন ব্যক্তিদের কথা চিন্তা করে গত বছর নিজের ক্যামেরা বিক্রির টাকায় মাত্র ৫০ প্যাকেট ইফতার নিয়ে এক টাকায় বিক্রি শুরু করেন ভিডিও এবং ফটোগ্রাফি পেশায় যুক্ত আহসান হাবিব সেলিম। তার এমন উদ্যোগ স্বাগত জানিয়ে তার বন্ধুবান্ধব এবং কাছের মানুষরা এগিয়ে আসেন। পরে পুরো মাসজুড়ে চলে তাদের এ আয়োজন। গত রমজানে তারা এক দিনে সর্বোচ্চ ৫০০ ব্যক্তির মাঝে এক টাকায় ইফতার বিক্রি করেছেন।

চলতি রমজানেও তারা একইভাবে পুরো মাস অসহায় মানুষদের পাশে এক টাকায় ইফতার নিয়ে হাজির হয়েছেন।

আহসান হাবিব সেলিম বলেন, ‘লাইফ লাইন, উই আর ফ্যামিলি’র ব্যানারে আমরা অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। গত বছর থেকে আর্ত মানবতার সেবায় কাজ করার চেষ্টা করছি। রমজানে ১ টাকায় ইফতার দিয়ে অসহায় নিম্নবিত্তদের পাশে দাঁড়ানো দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। এরপর গত শীতে এক টাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি। এবার রমজানে এক টাকায় ইফতার বিক্রি করছি।’

সেলিম আরও বলেন, ‘একজন এক টাকায় একটি প্যাকেট নিতে পারেন। এবার এখন পর্যন্ত আমরা একদিনে সর্বোচ্চ আড়াইশ মানুষকে ইফতার দিতে পেরেছি। তবে বৃহস্পতিবারে তারা এ আয়োজন বড় করেন। সেদিন তারা ৫০০ প্যাকেট ইফতার বিক্রি করেন। আগামীতে আরও বড় আয়োজনের ইচ্ছা আছে।’

তিনি বলেন, ‘বছরের ১১ মাস ব্যবসা করে আয় করি আর রোজার মাসে ১ টাকায় ইফতার বিতরণ করি। মাঝে মধ্যে দুই একজন বন্ধু সহযোহিতার হাত বাড়িয়ে দেন। কোনোদিন সাড়ে তিন হাজার আবার ৫ হাজার টাকাও খরচ পড়ে যায়। অসহায় গরিব মানুষদের এক টাকায় ইফতার তুলে দিতে আমাদের আরও সহযোগিতা প্রয়োজন।’

আপনারা তো ফ্রিতেই ইফতার বিতরণ করতে পারতেন, এক টাকায় কেন বিক্রি করছেন জানতে চাইলে সেলিম বলেন, ‘ফ্রিতে কোনো কিছু খাওয়া আর নিজের টাকায় কিনে খাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারা যেন উপলব্ধি করতে পারে, তারা নিজের টাকায় কিনে খাচ্ছে, দয়ায় না; এজন্য তাদের কাছ এক টাকা করে নিচ্ছি।’

এক টাকায় পেটপুরে খাওয়ার মতো ইফতার কিনতে পেরে খুশি নিম্নবিত্ত, ছিন্নমূল, রিকশাচালকরা। শহরের রিকশাচালক জহুরুল হোসেন বলেন, ‘সারা দিন রোজা থেকে এক টাকায় এ রকম ইফতার ভাগ্যের বিষয়। অন্য কোথাও গেলে এটা কিনতে ৫০ টাকার বেশি লাগবে। সেখানে এক টাকায় পাচ্ছি।’

ভিখারি মরিয়ম বেওয়া জানান, প্রতিদিন তিনি এক টাকায় ইফতার কিনতে সাতমাথায় আসেন। আগে মানুষের কাছে ইফতারের জন্য হাত পাততে হতো। এখন আর তা করতে হয় না।

তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সুশীল সমাজের মানুষজন। এ বিষয়ে বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, ‘একদল মানুষকে বিনামূল্যে নয় বরং ১ টাকায় ইফতার করার সুযোগ করে দিচ্ছে। এতে যে ব্যক্তি ইফতার কিনছেন, তারা এ সমাজের ছিন্নমূল মানুষ। যারা দিনমজুর, অসহায় ও দুস্থ। বিষয়টি সত্যি অনন্য। এভাবে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।’

বগুড়া জেলা বিএনপির সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, গরিব এবং অসহায় মানুষদের জন্য এটা ভালো উদ্যোগ। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রতিদিন এক টাকার বিনিময়ে ইফতার সংগ্রহ করতে পারছেন। রমজান মাসে অন্যান্য এলাকাতেও অসহায় মানুষদের জন্য এ রকম উদ্যোগ নিয়ে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যিই গর্ভবতী নারী পুলিশ সদস্য নিহত হয়েছিলেন কি?

২৪ জেলায় তাপপ্রবাহ, গরমের দাপট কমবে কবে

মুক্তিকামী জনতা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না : আমান আযমী 

এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

এবার ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান

ভারত না কি পাকিস্তান, যুদ্ধ হলে কে জিতবে?

দালালদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

নারীদের উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল, দুই যুবক গ্রেপ্তার

যুবদল নেতার বাড়ি থেকে চুরির তার উদ্ধার

চাটখিল উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ রানা

১০

পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার শাহিনুর কবির

১১

আলজাজিরাকে পাকিস্তানি সামরিক কর্মকর্তা / যে কোনো সময় হামলা করতে পারে ভারত

১২

মামলার সাক্ষীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ র‍্যাবের বিরুদ্ধে

১৩

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত

১৪

পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা ভারতের, ইসলামাবাদের অভিযোগ

১৫

১২ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

১৬

‌‌‌‍‘কোনো স্বৈরাচারের জায়গা সাতক্ষীরার মাটিতে হবে না’

১৭

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে আহ্বান ডিএনসিসি প্রশাসকের

১৮

৯ বছর পর চবির পঞ্চম সমাবর্তন, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ

১৯

দুদকের ফাঁদ মামলা  / ঘুষের টাকাসহ হাতেনাতে আটক দক্ষিণ সিটির ওয়ার্ড সচিব 

২০
X