রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় বসতবাড়িতে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর আড়াইটায় র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলাম হাবাসপুর গ্রামের মো. গোলাপ মণ্ডলের ছেলে। তার বসতবাড়ির পূর্ব-উত্তর কোণে টিন দিয়ে ঘেরা স্থানে গাঁজার চাষ চলছিল। অভিযানে সেখান থেকে ৩টি গাঁজার গাছ (মোট ওজন ১ কেজি ২৫০ গ্রাম) উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে র্যাব-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করছিলেন।
তিনি গাঁজার পাতা শুকিয়ে স্থানীয় মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন