জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির বিপ্লব নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফিসকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালকও আহত হয়েছেন। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বিপ্লব হোসেন বাড়ি ফেরার পথে ফিসকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিয়ো সংগ্রহ করেন।
পুলিশ ও সিসি ক্যামেরার ফুটেজ সূত্রে জানা গেছে, সড়কের বাঁ পাশ দিয়ে একটি সিএনজি অটোরিকশা যাচ্ছিল। ফিসকার ঘাট এলাকায় হেঁটে আসা এক ব্যক্তি বাঁ পাশ থেকে ডান পাশে যান, তখন সিএনজি অটোরিকশা একই দিকে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম নাছির বিপ্লবের। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন