রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ভাইরালের সংবাদ কালবেলায় প্রকাশের পর রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব ড. মো. মহিউদ্দিনের সই করা প্রজ্ঞাপন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিকশাচালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ধরনের আচরণ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। সরকারি কর্মচারী হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসংগত, চাকরি শৃঙ্খলা পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। জাহিদ হাসান বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটান। পরে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এ ছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে।

এই ভিডিও ছড়িয়ে পড়ায় সোমবার (৩ মার্চ) পর্যন্ত দুই দিন ছুটি নেন জাহিদ। রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এমন ঘটনা কি আর কারও জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি। কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল?’ ওই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন সমাজসেবা কর্মকর্তা।

বিষয়টি নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের সূত্র ধরে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ওই ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার তিন সদস্যের তদন্ত কমিটি করেছেন ইউএনও। এই তদন্ত শেষ হওয়ার আগেই জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করল মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেজদারত অবস্থায় মোয়াজ্জিনের মৃত্যু

পণ্য খালাসে গড়িমসি করলেই জরিমানা : উপদেষ্টা সাখাওয়াত

ধোলাইখালে স্থানীয়দের সঙ্গে জবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭ 

অস্থির মধ্যপ্রাচ্য: এক দেশকে নিয়েই খেলছে চার দেশ

ইউএনওর কক্ষেই জামায়াত নেতাদের বেধড়ক পেটালেন বিএনপি নেতারা

সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

বাংলাদেশি নাগরিককেও পাঠানো হতে পারে ভয়ংকর গুয়ানতানামো বেতে

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ডা. জাহিদ

পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না : সারজিস আলম

১০

ইউক্রেনে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করলেন ট্রাম্প

১১

রায়েরবাজারে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি

১২

সীমান্তে মহড়া, ভারতের টি-৯০ ট্যাংক কেন এত ভয়ংকর

১৩

ইউরোপে রেকর্ড ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশির আশ্রয় আবেদন

১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ঘোষণা দিলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি

১৫

লাশ দাফনের কথা বলে টাকা হাতিয়ে নিতেন মিল্টন সমাদ্দার

১৬

‘শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়’

১৭

সীমান্তে ভয়ংকর ট্যাংক নিয়ে ভারতীয় সেনাদের মাসব্যাপী মহড়া

১৮

‘২০ হাজার টাকায় শিশু বিক্রি করেন মিল্টন সমাদ্দার’ 

১৯

রমজানে কখন চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন?

২০
X