রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০২:২০ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:২৮ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : কালবেলা

রংপুরে পার্ক নিমার্ণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সেই পার্কের মালিক। তবে পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে তার ভাই জমি দখলের অভিযোগ তুলেছেন।

সোমবার (০৩ মার্চ) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের নেতৃত্বে এক লাখ টাকা নগদ ও প্রতিদিন বিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু টাকা না দিয়ে চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাকে ফোনে প্রতিনিয়ত ভয় ভীতি প্রদান করছেন। নিরাপত্তা শঙ্কায় ওই নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এর আগে গতকাল চাঁদাবাজির অভিযোগ ওঠা বৈষম্যবিরোধী নেতার পক্ষে সংবাদ সম্মেলন করেছেন আজহারুল ইসলাম ভূঁইয়া নামে এক ব্যক্তি। তিনি পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার ভাই। তার অভিযোগ, ওই পার্কে তার ৪ একর ৫৯ শতাংশ জমি আছে। জমিটি দীর্ঘদিন তার দখলে থাকলেও ২০১৯ সালে তার ভাই আতিকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম গং জাল রিটের মাধ্যমে তার ৪ একর ৫৯ শতক জায়গা দখল করে। আদালত জমির ওপরে ১৪৪ ধারা জারি করেন।

আজহারুল ইসলাম দাবি করেন, তিনি ও তার স্ত্রীর জাল স্বাক্ষরে ওই জমির লিজ চুক্তি কাগজ বানিয়েছে। এটা পরবর্তীতে সিআইডির তদন্তে জালিয়াতি প্রমাণিত হয়। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তার ভাইয়েরা জমি থেকে বালু উত্তোলন করে আসছে।

তবে আতিকুল ইসলাম বলেন, এই মামলার রায়ে তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। রায়ের বিরুদ্ধে তার ভাই আপিল করেছেন। ওই পার্ক এলাকা ঘিরে দীর্ঘদিন থেকে বালু তুলে বিক্রি করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইকো পার্ক মৎস্য চাষের জন্য পুকুর খনন করা হয়েছে। অবৈধভাবে কারও জমি থেকে বালু উত্তোলন করা হয়নি।

পার্কের মালিক আতিকুল ইসলাম ভূঁইয়ার সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে নাহিদ হাসান খন্দকারের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি মিডিয়াতে কথা না বলতে সংগঠনের নির্দেশনা দেওয়া আছে বলে জানান।

মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, সংগঠন থেকে তাকে মিডিয়ায় বক্তব্য দিতে নিষেধ করেছে। এ বিষয়ে প্রেস রিলিজে জানিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

রমজান ঘিরে তৃণমূলে পাঁচ নির্দেশনা বিএনপির

সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

বৈষম্যবিরোধী নেতা নাহিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

যুবদল নেতার নেতৃত্বে জবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

আদালতে চার্জশিট / ২০ হাজার টাকায় শিশু বিক্রি করেন মিল্টন সমাদ্দার

৬ দাবিতে বৈষম্যবিরোধীদের মানববন্ধন, শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস’র গোলাগুলিতে নিহত ১

চাঁদাবাজ ধরে বিপিএম পদক পেলেন এএসআই মেসবাহ

১০

নতুন মহাপরিচালক পেল বিওএ

১১

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

১২

সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টার লাগানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

১৩

নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও গুলিসহ দুই ভাই গ্রেপ্তার

১৪

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আমিনুল হক

১৫

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি ঘোষণা নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল

১৬

হাসপাতাল ভাঙচুরের হুমকির অভিযোগ নিয়ে হাসনাতের স্ট্যাটাস

১৭

ইতালিতে প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

১৮

ভাগ্য আর বদলাল না কবিরের

১৯

দেশের প্রয়োজনে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

২০
X