চট্টগ্রাম নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৩ মার্চ) দুপুর দুইটার দিকে বন্দর থানার এমপিবি গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. সোহাগ। তার বয়স আনুমানিক ১৩ বছর। সে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র কুঁড়িয়ে বিক্রি করত।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন কালবেলাকে বলেন, শিশু ছেলেটি এমপিবি গেইট এলাকায় একটি কাভার্ডভ্যানের সামনে দৌঁড়ে যাওয়ার সময় সেটার নিচে পড়ে যায় ঘটনাস্থলেই মারা যায়। সে বোতল বা প্লাস্টিক জাতীয় জিনিসপত্র সংগ্রহ করে বিক্রি করতো।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কাভার্ডভ্যান চালক এবং গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। ওই বাচ্চার পরিবার যদি মামলা বা অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন