আওয়ামী লীগ সরকারের সাবেক আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আনিসুল হকের মুক্তি চাই পোস্টার লাগানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবক আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের সাবেক মেম্বার মৃত জলফু রহমানের ছেলে রাজিব ভূঁইয়া।
সোমবার (০৩ মার্চ) বিকেলে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার ও স্থলবন্দর এলাকার বিভিন্ন দোকানের দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে চার রঙা পোস্টার সাঁটানো হয়। এসব পোস্টারের নিচে সৌজন্যে কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন লেখা হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন কালবেলাকে বলেন, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে রাতের আঁধারে এসব পোস্টার লাগানো হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া রাজিব ভূঁইয়া।
মন্তব্য করুন