কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় শাওন কর্মকার (৩৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (০২ মার্চ) রাত ২টায় কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্ট এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে বিজিবি টহল দল।
আটক হওয়া শাওন কর্মকার ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর মিশন রোড এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ভারত সরকারের দেওয়া ১টি আধার কার্ড, ১টি স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার (প্যান) কার্ড এবং ১টি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ কালবেলাকে বলেন, শাওন কর্মকার অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় আটক হন। এ ঘটনায় তাকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিক শাওন কর্মকারের অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকাল ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন