নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (০১ মার্চ) গভীর রাতে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগপন্থি আহতদের মধ্যে ইউনুস (৪০), মাসুদ রানাকে (৩৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএনপিপন্থি সাইবরকে (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে চৌগ্রামের কান্তপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ সময় চৌগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিদুল পারভেজ জয়ের দোকান লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন