বরগুনার পাথরঘাটায় মোবাইলে টিকটক দেখতে না দেওয়ায় নাইম হোসেন (১১) নামের এক মাদ্রাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (২ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সফিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাইম হোসেন (১১) ওই এলাকার বাদশা ফরাজির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম হোসেন মোবাইলের প্রতি আসক্ত ছিল। প্রায়ই টিকটকের মধ্যে ইসলামিক ভিডিও দেখত। গত রাতে তারাবি নামাজ শেষে বাসায় এসে খাওয়া-দাওয়া শেষ করে বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নাঈম হোসেনের বাবা বাদশা ফরাজি জানান, গত রাতে আমার কাছে মোবাইল ফোন চেয়েছিল আমি দেয়নি। এরপর মন খারাপ করে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমরাও ঘুমিয়ে পড়ি। সকাল বেলা দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে দেখি আমার ছেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানো হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন