রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রিকশাচালককে জুতাপেটা, সেই সমাজসেবা কর্মকর্তার স্ট্যাটাস

রাজশাহীতে রিকশাচালককে জুতাপেটার ঘটনার তদন্ত শুরু। ইনসেটে সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান। ছবি : কালবেলা
রাজশাহীতে রিকশাচালককে জুতাপেটার ঘটনার তদন্ত শুরু। ইনসেটে সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান। ছবি : কালবেলা

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ছড়ানোর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।

শনিবার (১ মার্চ) এক চিঠিতে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজকে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

আজ (রোববার) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক স্যারের নজরেও এসেছে। তিনি এ বিষয়ে তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।’

এর আগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তার কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটান। পরে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশাচালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এ ছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে। রিকশাচালককে মারধরের এই ঘটনা গত পহেলা ফেব্রুয়ারি দুপুর ১টা ৩৩ মিনিটে ঘটেছে বলে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে।

জানা গেছে, সম্প্রতি ওই ভিডিও ছড়িয়ে পড়লে রোববার (২ মার্চ) অফিসে যাননি সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। সোমবার (৩ মার্চ) পর্যন্ত দুদিন ছুটি নিয়েছেন তিনি। এদিকে রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এমন ঘটনা কি আর কারও জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি। কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল?’ ওই ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন বলেন, ‘ভিডিওটা আমরা দেখেছি। কিন্তু এ ব্যাপারে কোনো অভিযোগকারী পাচ্ছি না। লিখিত অভিযোগ ছাড়া ব্যবস্থা নিতে পারছি না।’

সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, ‘আপনি যেমন দেখেছেন, আমরাও ভিডিওটি দেখেছি। বিষয়টি আমাদের হায়ার অথরিটি জানে। এ ব্যাপারে তারাই হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। এর বাইরে বেশি কিছু আমি বলতে পারছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৯ বেত্রাঘাতের শাস্তির ভয়ে ইরানে যাচ্ছেন না রোনালদো?

পানি চুক্তি পর্যালোচনায় ভারতে বাংলাদেশের প্রতিনিধিদল

রোনালদোকে দলে ভেড়াতে চায় ব্রাজিলিয়ান ক্লাব

বাহার কন্যা সূচনার সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

আ.লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে মতামত জানালেন প্রধান উপদেষ্টা

তাবিথ আওয়াল-প্রণয় ভার্মার সাক্ষাৎ

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক ছাড়া উপায় নেই: ড. ইউনূস

ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪ 

অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি : প্রধান উপদেষ্টা

১০

ঢাকার শাহজাদপুরে আগুন 

১১

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে: ড. ইউনূস

১৩

দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচের সময়সূচি

১৪

জর্ডান-ইসরায়েল সীমান্তে ভারতীয়কে গুলি করে হত্যা

১৫

ইফতারের মুড়িতে জিলাপি, পক্ষে না বিপক্ষে

১৬

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগে বাধা নেই

১৭

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

১৮

নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা প্রশ্নে হাইকোর্টে রুল

১৯

শ্রমিকের ‘আত্মহত্যা’, গাজীপুরে বিক্ষোভ

২০
X