রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার সহযোগিতায় ভারতে পালালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

বাঁ থেকে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা ও মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ছবি : সংগৃহীত
বাঁ থেকে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা ও মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথাকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগ উঠেছে মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা। বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ আনিচুর রহমান মিঠু মালিথার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দুটি ও ঢাকায় একটি মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন ধরে স্বেচ্ছাসেবক লীগের এ নেতা জেলার মহেশপুরে অবস্থান করছিলেন। মহেশপুরে অবস্থানকালীন সময়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার আশ্রয়ে থাকতেন তিনি। স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জিয়ার অফিস ও প্রেস ক্লাবে বসতে দেখেছেন বলে জানান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভারতে পালিয়ে যাওয়ার জন্য উপজেলার বোয়ালিয়া গ্রামের সাবেক পুলিশ সদস্য হাফিজুলের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিথা। এ খবর পেয়ে সেই বাড়ি ঘিরে ফেলে স্থানীয় জনতা। পরে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে পালাতে সহযোগিতা করে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

মহেশপুরের স্থানীয় সংবাদকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫ আগস্টের পরে মহেশপুর উপজেলা পরিষদের সামনে কয়েকদিন আনিচুর রহমান মিঠু মালিথাকে দেখেছেন। বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার সঙ্গে বেশ সখ্যতা আনিচুর রহমান মিঠু মালিথার। সর্বশেষ ৪ দিন আগেও তাকে মহেশপুরে দেখেছেন। মহেশপুর উপজেলা পরিষদের সামনে একটি প্রেস ক্লাবেও মিঠু মালিথাকে বসতে দেখেছেন তিনি।

জেলা কৃষকদলের সদস্য মোহাম্মদ উল্লাহ শাওকী তার ফেসবুকে লেখেন, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মহেশপুর বর্ডার দিয়ে একাধিক ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা ভারতে পালিয়ে গেছে বলে গেছে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার মহেশপুরের বোয়ালিয়া গ্রামের সাবেক পুলিশ সদস্য হাফিজুলের বাড়িতে পাচারের জন্য প্রস্তুত ছিল জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টুর ক্যাডার নামে পরিচিত মিঠু মালিথা। খবর পেয়ে এলাকার জনসাধারণ বাড়িটা ঘিরে ফেলে এবং তাকে পুলিশে দেওয়ার জন্য খবর দেয়। কিন্তু আগেই খবর পেয়ে শীর্ষস্থানীয় সুবিধাভোগী নেতারা দ্রুত সেখানে ছুটে যায় এবং জনগণের কাছ থেকে মিঠু মালিথাকে ছাড়িয়ে নিয়ে তাকে পালাতে সাহায্য করে। এ ঘটনায় প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে তা রহস্যজনক।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ৫ আগস্টের পর আনিচুর রহমান মিঠু মালিথার সঙ্গে মহেশপুর শহরে অনেকদিন দেখা হয়েছে। শুনেছি তিনি তার খালাতো ভাইয়ের বাড়িতে থাকতেন। তাকে ভারতে পালাতে কোনো সহযোগিতা করিনি। রাজনৈতিক প্রতিপক্ষরা এ তথ্যগুলো ছড়াচ্ছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, আনিচুর রহমান মিঠু মালিথার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, উপজেলার বোয়ালিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। পুলিশ যাওয়ার আগেই তিনি পালিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বিভাজন সৃষ্ঠি করে রাজনৈতিক ফয়দা হাসিলের চেষ্টা হচ্ছে : প্রিন্স

আশাশুনিতে একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যু

দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে ছাত্রদল নেতা আটক

ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ বিশেষজ্ঞ

৭ শহীদ পরিবারের মাঝে সাবেক মন্ত্রী কায়কোবাদের রমজানের উপহার

সংযমের মধ্য দিয়ে সমাজে শান্তি-ইনসাফ ফিরে আসুক : মির্জা ফখরুল

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক

তারেক রহমানের বাণী / ‘হিংসা বিদ্বেষ হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা মুসলমানের কর্তব্য’

সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

১০

বিএনপি নেতার সহযোগিতায় ভারতে পালালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

১১

ভারতের সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিভ্রান্তি, বিপাকে দুই সেমিফাইনালিস্ট

১২

‘রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে পদক্ষেপ নিন’

১৩

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে পদ্মায় মিলল গৃহবধূর লাশ

১৪

জাতীয় পার্টির (জাফর) সভা / ১২ দলীয় জোটের দু-একটি দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ

১৫

রমজানে জবির মসজিদে আয়োজন হবে ইফতার

১৬

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আটজনের বিষপান, ২ জনের মৃত্যু

১৭

পারমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া!

১৮

ইংল্যান্ডকে বিধ্বস্ত করেই সেমিতে প্রোটিয়ারা

১৯

‘সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর খাঁটি কল্পকাহিনি’

২০
X