রবিবার, ০২ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:১৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপদ আছে। আমাদের সীমান্ত কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে। এখানে কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশ-মিয়ানমার বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। ভবিষ্যতে এটা কার হবে, মিয়ানমার নাকি আরাকান আর্মির, তা বলা তো মুশকিল। সে জন্য বিজিবি উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। শনিবার (১ মার্চ) দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে আরও ৪টি ব্যাটালিয়ন যুক্ত হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা করছি আরও বাড়ানোর জন্য। কারণ পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বিজিবির সক্ষমতা আরও বাড়ানো দরকার।

তিনি বলেন, এ এলাকা দিয়ে সবচেয়ে বেশি মাদক আসে। আর রোহিঙ্গা সমস্যা তো রয়েই গেছে। মাদক চোরাচালান বন্ধে এখানে এই নতুন ব্যাটালিয়ন খুব দরকার ছিল। আশা করি, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রয়োজনে আমরা আরও যদি ব্যাটালিয়ন দরকার হয়, তবে ভবিষ্যতে করব। তবু বর্ডারে নিরাপত্তা ও মানুষ যেন শান্তিতে থাকে, সেটা আমরা করব।

সীমান্তে মানুষ আতঙ্কে রয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তার প্রশ্নে আরাকান আর্মি নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এমন প্রশ্নের জবাবে এ উপদেষ্টা বলেন, এখানে তো সত্যিই সমস্যা একটা আছে। কারণ অন্য দেশ মিয়ানমার। কিন্তু বাংলাদেশ-মিয়ানমার বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। ভবিষ্যতে এটা কার হবে? মিয়ানমার নাকি আরাকান আর্মির তা বলা তো মুশকিল, আমরা অফিসিয়ালি জানিও না। তাই আমাদের উভয়পক্ষের সঙ্গেই সুসম্পর্ক রাখতে হচ্ছে। সীমান্ত নিরাপত্তার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করে বলেন, আমাদের সীমান্ত কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে। এখানে কোনো সমস্যা নেই।

রোহিঙ্গা ও মাদককে সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বাধার পরও ৬০ হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকেছে। অনেক সময় মানবিক কারণে সেটা পারাও যায় না। সঙ্গে বিদেশিদের একটা চাপ আছে, তাদের ফেরত না পাঠাই সে জন্য। এ জন্য আমরাও তাদের সাহায্য-সহযোগিতা বাড়াতে বলেছি।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরও সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটছে। এটা কমানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এটা পুরোপুরি আমাদের হাতে নেই, কারণ অস্ত্রটা তো তারা ব্যবহার করছে।

এর আগে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি), স্টেশন সদর দপ্তর, ঢাকা, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা এবং কে-নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ২২৯ বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। এ বাহিনীর রয়েছে অত্যন্ত গৌরবময় ও সমৃদ্ধ ইতিহাস। আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। মুক্তিযুদ্ধকালীন সীমান্তরক্ষী বাহিনীর সাহসী ভূমিকা মুক্তিকামী বাঙালিদের সাহস ও প্রেরণা জুগিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে একদিনে আপন দুই ভাইয়ের মৃত্যু

দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে ছাত্রদল নেতা আটক

ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের ১১ বিশেষজ্ঞ

৭ শহীদ পরিবারের মাঝে সাবেক মন্ত্রী কায়কোবাদের রমজানের উপহার

সংযমের মধ্য দিয়ে সমাজে শান্তি-ইনসাফ ফিরে আসুক : মির্জা ফখরুল

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক

তারেক রহমানের বাণী / ‘হিংসা বিদ্বেষ হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখা মুসলমানের কর্তব্য’

সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

বিএনপি নেতার সহযোগিতায় ভারতে পালালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ভারতের সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিভ্রান্তি, বিপাকে দুই সেমিফাইনালিস্ট

১০

‘রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে পদক্ষেপ নিন’

১১

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে পদ্মায় মিলল গৃহবধূর লাশ

১২

জাতীয় পার্টির (জাফর) সভা / ১২ দলীয় জোটের দু-একটি দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ

১৩

রমজানে জবির মসজিদে আয়োজন হবে ইফতার

১৪

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আটজনের বিষপান, ২ জনের মৃত্যু

১৫

পারমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া!

১৬

ইংল্যান্ডকে বিধ্বস্ত করেই সেমিতে প্রোটিয়ারা

১৭

‘সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর খাঁটি কল্পকাহিনি’

১৮

সিরিয়াকে দুর্বল করতে নতুন পরিকল্পনা ইসরায়েলের

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলা করে বিএনপির উল্টো বিবৃতি

২০
X