ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের প্রধান টার্গেট যেন প্রবাসীরা। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের কুমিল্লা অঞ্চলে প্রতিনিয়ত ডাকাতের হাতে সর্বস্ব হারাচ্ছেন প্রবাস ফেরতরা।
গত ৪৮ ঘণ্টার ব্যবধানে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ফাল্গুনকড়ায় ডাকাতির শিকার হয়েছেন কুয়েত প্রবাসী নাইমুল এবং মালয়েশিয়া প্রবাসী বেলাল।
শনিবার (১ মার্চ) ভোরে ডাকাতির শিকার হন ফেনীর দাগনভূঞা এলাকার প্রবাসী বেলাল আহমেদ। তিনি জানান, পিকআপ ভ্যানে করে এসে তাদের প্রাইভেটকারে ধাক্কা দেওয়া হয়। এতে রাস্তার পাশে ছিটকে যান তারা। এরপর তাদের গাড়ির গ্লাস ভেঙে ডাকাতি করা হয়।
বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছি। আসন্ন রমজানে পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাতে দেশে আসছিলাম। পথিমধ্যে ডাকাত দল মালয়েশিয়ান ৩ হাজার রিঙ্গিত ও ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
হাইওয়ের পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, প্রবাসীর গাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একই জায়গায় ডাকাত দল হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের সর্বস্ব কেড়ে নেয়।
মন্তব্য করুন