চট্টগ্রামে পতেঙ্গা সৈকতে ‘ভুয়া পুলিশ’ অভিহিত করে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলীকে হেনস্তা করেছে উচ্ছৃঙ্খল কিছু যুবক। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডের সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার দুজন হলেন- সাইমন (২৭) ও আলী ইমাদ (২২)।
জানা গেছে, সৈকতে বসে কয়েকজন যুবক মাদকসেবন করছে বলে তথ্য আসে পুলিশের কাছে। সেখানে আউটার রিং রোডে চেকপোস্টে ডিউটি করছিলেন এসআই ইউসুফ। তথ্য পেয়ে এগিয়ে গেলে দুই যুবক প্রথমে তাকে ভুয়া পুলিশ বলে চেঁচামেচি শুরু করে। এরপর তারা নিজেদের আরও লোকজন সেখানে নিয়ে আসেন৷ তারা এসআই ইউসুফকে ঘিরে ধরে হেনস্তা করে। তারা ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে হেনস্তাকারীদের দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) মাহমুদা বেগম বলেন, ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য হেনস্থার শিকার হচ্ছেন দেখে সমুদ্রসৈকত এলাকার লোকজন সেখানে যান। তারা হেনস্তাকারীদের দুজনকে ধরে পিটুনি দেয়৷ পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন