রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় অবস্থিত রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অভিযান চালিয়েছে। এ অভিযানে অবৈধভাবে রাখা ৪টি মায়া হরিণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের অধীনে রাখা ৯টি চিত্রা হরিণ জব্দ করা হয়েছে।
দেশে বন্যপ্রাণীর টর্চার সেল হিসেবে বিবেচিত মিনি চিড়িয়াখানার বিপক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানায় বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শনের অভিযোগ উঠেছে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের অধীনে চিত্রা হরিণ রাখা এবং মায়া হরিণ সংগ্রহ করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত হরিণগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শনিবার (১ মার্চ) গাজীপুর সাফারি পার্কের পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়াও, রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।
গত কয়েক দিন ধরে বন্যপ্রাণী অবৈধ সংগ্রহ ও প্রদর্শনের বিরুদ্ধে বন অধিদপ্তর ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে চলা সবার নৈতিক দায়িত্ব। বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ, বিক্রি বা প্রদর্শন করলে কঠোর শাস্তি দেওয়া হবে। বন্যপ্রাণী ও প্রকৃতি সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন