নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় চার ডাকাতসহ গ্রেপ্তার ৫

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : কালবেলা
ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : কালবেলা

নওগাঁয় পৃথক অভিযানে চার ডাকাতসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চারজনকে ডাকাতির মামলায় এবং একজনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

গ্রেপ্তার পাঁচজন হলেন- নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২) ও দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের বিকাশ পাহান (১৭) ও একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।

পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজার সংলগ্ন মালাধর ব্রিজের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। ওই মামলার সূত্র ধরে নওগাঁ ডিবি পুলিশের নেতৃত্বে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজ নামে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত আহসানকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৯ অক্টোর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় ভটভটি আটকিয়ে গরু ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পরানপুর ও দামপুরা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ পাহান ও জয় কুমার নামে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এসপি বলেন, এছাড়া নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে ছয়টি মামলা রয়েছে। অপর একটি অভিযানে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩১) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ পরিবারের মাঝে রমজানের উপহার পাঠালেন কায়কোবাদ

ইউক্রেনকে আর অস্ত্র দেবে না আমেরিকা!

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে কোনো ছাড় নয় : মেয়র ডা. শাহাদাত

‘গত বছরের চেয়ে এ রমজানে পণ্যের দাম কম’

গুম হওয়া ও শহীদ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন আমিনুল হক 

চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার ২

চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

সূর্যের হাসি ক্লিনিকে নিয়োগ, নারী-পুরুষ উভয়ে আবেদন করুন

আনন্দ মোহন কলেজে সংঘর্ষের ঘটনায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

‘চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতির বিকল্প নেই’

১০

নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি, প্রেস সচিবের ব্যাখ্যা

১১

‘ভুয়া পুলিশ’ বলে এসআইকে হেনস্থা

১২

রোজার বিস্ময়কর উপকারিতা, এসময় শরীরে যা ঘটে

১৩

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

১৪

রোজা উপলক্ষে হাতিরঝিলে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

১৫

পাবনার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত : প্রেস উইং

১৬

চট্টগ্রামে আ.লীগের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

৪৮ ঘণ্টার ব্যবধানে একই জায়গায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি

১৮

রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন নির্দেশনা

১৯

এক-দেড় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু সম্ভব : চিফ প্রসিকিউটর

২০
X