রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে বিএনপির কমিটিতে পদ পেলেন যুবলীগ নেতা ও আ.লীগ কর্মী

রওজার হোসেন শয়ন (বাঁয়ে) ও ইদ্রিস আলী মণ্ডল লায়ন ডানে। ছবি : সংগৃহীত
রওজার হোসেন শয়ন (বাঁয়ে) ও ইদ্রিস আলী মণ্ডল লায়ন ডানে। ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের এক কর্মী এবং যুবলীগ নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে স্থানীয় বিএনপির সমর্থক ও বাসিন্দাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

ওই যুবলীগ নেতার নাম রওজার হোসেন শয়ন। তিনি উপজেলার ভাংনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তাকে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটির ওই ওয়ার্ডের যুগ্ম সম্পাদক করা হয়েছে।

অন্য আওয়ামী লীগ কর্মীর নাম ইদ্রিস আলী লায়ন। তার বিরুদ্ধে বিগত সংসদ ও স্থানীয় নির্বাচনে ভাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি কামরুল হাসানের নেতৃত্বাধীন ভোট ডাকাতি গ্রুপের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। ইদ্রিসকে ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাংনী ইউনিয়নের বিএনপির ২নং ওয়ার্ড কমিটি গঠিত হয় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি)। তৎকালীন বিএনপির ভাংনী ইউনিয়নের আহ্বায়ক মাহবুব আলম ও সদস্য সচিব আব্দুল হামিদ হাই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রওজার হোসেন শয়নকে যুগ্ম সম্পাদক ও ইদ্রিস আলী লায়নকে ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ কমিটি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, বিগত নির্বাচনকালীন সময়ে জোর করে নৌকা মার্কায় একাই ২০০/৩০০ করে সিল মেরেছিল ইদ্রিস আলী মণ্ডল লায়ন। তাকে সবাই আওয়ামী লীগের ক্যাডার বলেই জানতাম। এখন হঠাৎ করে টাকার বিনিময়ে কীভাবে বিএনপিতে ঢুকল তা আমাদের অজানা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ২নং ওয়ার্ডের নেতৃত্বে ছিল রওজার হোসেন শয়ন ও ক্যাডার বাহিনীর নেতৃত্বে ছিল ইদ্রিস আলী লায়ন। এখন শুনছি লায়ন নাকি আগে থেকেই বিএনপি করে।

এ বিষয়ে কথা বলতে রওজার হোসেন শয়ন ও ইদ্রিস আলী লায়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় এক নেতা জানান, এক সঙ্গে দল করলাম। আমরা সবাই পালিয়ে আছি। এখন আমার সহযোদ্ধা কীভাবে যেন বিএনপি নেতা হয়ে গেল।

নাম প্রকাশে অনিচ্ছুক ভাংনী ইউনিয়ন বিএনপির এক নেতা জানান, রওজার হোসেন শয়ন ও ইদ্রিস আলী লায়ন দুজনই আওয়ামী লীগের ক্যাডার। এটা সবাই জানে। কিন্তু এবারের সেক্রেটারি পদপ্রার্থী মোসলেম ও সভাপতি মাহবুব আলম দলীয় নির্বাচনে তাদের ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগের এই দুই ক্যাডারকে কমিটিতে পদ দিয়েছিল।

এ বিষয়ে ভাংনী ইউনিয়নের তৎকালীন বিএনপির সদস্য সচিব আব্দুল হামিদ হাই কালবেলাকে বলেন, কমিটির সবকিছু সভাপতি করেছে। আমি এদের ভালোভাবে চিনি না।

ভাংনী ইউনিয়ন বিএনপির তৎকালীন আহ্বায়ক ও বর্তমান সভাপতি মাহবুব আলম কালবেলাকে জানান, রওজার হোসেন শয়নের ব্যাপারে আমি ভালোভাবে জানি না। যারা তাকে কমিটিতে রাখার বিষয়ে সুপারিশ করেছে তাদের সঙ্গে কথা বলে তার বিষয়ে জানাতে পারব। আর ইদ্রিস আলী মন্ডল লায়ন ২০১০ সাল থেকেই ওই ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি ছিলেন। বিএনপির সেক্রেটারি আগে থেকে থাকলে রাশেক রহমানের আস্থাভাজন হিসেবে বছরের পর বছর কীভাবে নৌকার পক্ষে ভোট ডাকাতিতে নেতৃত্ব দিয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। হয় তো লায়নের আত্মীয়স্বজন কেউ ভোটে দাঁড়িয়েছিল।

মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) কালবেলাকে বলেন, আওয়ামী লীগের লোক বিএনপিতে পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে রাজনৈতিক প্রতিশ্রুতির বিকল্প নেই’

নতুন দলের আত্মপ্রকাশে সরকারি গাড়ি, প্রেস সচিবের ব্যাখ্যা

‘ভুয়া পুলিশ’ বলে এসআইকে হেনস্থা

রোজার বিস্ময়কর উপকারিতা, এসময় শরীরে যা ঘটে

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

রোজা উপলক্ষে হাতিরঝিলে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

পাবনার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত : প্রেস উইং

চট্টগ্রামে আ.লীগের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

৪৮ ঘণ্টার ব্যবধানে একই জায়গায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি

রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন নির্দেশনা

১০

এক-দেড় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু সম্ভব : চিফ প্রসিকিউটর

১১

নদী থেকে বিএনপি নেতার বালু ‘উত্তোলন’, হামলায় আহত ৬

১২

ফিলিস্তিনি যোদ্ধাদের সাফ জবাব, বাড়ছে না যুদ্ধবিরতির মেয়াদ

১৩

রমজানজুড়ে হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি-খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন

১৪

চকরিয়া থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

১৫

প্রধান উপদেষ্টাকে জরুরি আহ্বান সালাহউদ্দিনের

১৬

পতেঙ্গা সৈকতে এসআইকে হেনস্তা, গ্রেপ্তার ২

১৭

রাসেল পার্ক ও মিনি চিড়িয়াখানায় অভিযান : মায়া হরিণ ও চিত্রা হরিণ জব্দ

১৮

ভুট্টাক্ষেতে পড়ে ছিল হাত-পা বাঁধা মোয়াজ্জিনের লাশ

১৯

নওগাঁয় চার ডাকাতসহ গ্রেপ্তার ৫

২০
X