গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে শনিবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (০১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানায় সাতজন, টঙ্গী পূর্ব থানায় চারজন, সদর মেট্রো থানায় দুজন ও গাছা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
উল্লেখ্য, চলতি মাসের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী এলাকা থেকে ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন