বরগুনার পাথরঘাটায় সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে শ্রমিক দল নেতা সোহেল মালকে (৩০) পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার চরদুয়ানি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা শ্রমিক দল থেকে তাকে এই পদ থেকে সাময়িক বহিষ্কার করে। উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন ও সদস্যসচিব মো. বাকীবিল্লাহ ফরাজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত নেতা সোহেল মাল উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কামাল মালের ছেলে।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. কামাল হোসেন বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত এবং এ বিষয়ে মৌখিক ও লিখিত অভিযোগ পেয়ে তাকে পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বহিষ্কারাদেশ বলবদ থাকবে। এই সময়ে আহ্বায়কের দায়িত্ব পালন করবে সাবেক সভাপতি মো. খোকন মুন্সী।
মন্তব্য করুন