বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার বলেছেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পণ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাকেরগঞ্জ পৌরসভা হলরুমে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা মাহামুদন্নবী বলেন, দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, বরিশাল প্রতিদিনের জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, সাংবাদিক গোলাম মোস্তফা।
পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমেদ, মিডিয়া ও পরিবার কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম আলামিন, দৈনিক নয়া শতাব্দীর মো. মাসুদ শিকদার, দৈনিক সংগ্রামের মো. খলিলুর রহমান, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, দৈনিক তারুণ্যের বার্তার মো. আবুল বাশার, মাই টিভির মো. মিজানুর রহমান, মো. সুমন ভুঁইয়া, দৈনিক ভোরের বাণীর জাহিদুল ইসলাম, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক বরিশাল বার্তার মো. রবিউল ইসলাম, টাইমস অফ বরিশালের মো. শাহিন হাওলাদার, দৈনিক বরিশালের খবরের সাখাওয়াত হোসেন মনির, জাকির খান, এশিয়ান টিভির জহিরুল ইসলাম, বাংলাদেশ বাণীর মো. বেল্লাল হোসেন, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন