নওগাঁয় আব্দুল বাকিদ পবেল নামের এক ব্যক্তির অফিস থেকে ৩টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল বাকিদ পবেল পলাতক রয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
জানা যায়, আব্দুল বাকিদ পবেল নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী।
জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী কালবেলাকে বলেন, যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩টি অবিস্ফোরিত ককটেলসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। পবেল নামের একজনের অফিস থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর একটি দল ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে। এগুলো ককটেল না অন্য কিছু তা পরীক্ষার জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।
মন্তব্য করুন