কিশোরগঞ্জের ভৈরবে ব্যাপকহারে বেড়ে গেছে চুরি-ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনা। ছিনতাইকারীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত তিন মাসে উপজেলায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিনিয়তই এসব অপরাধ বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার অবনতিকে দায়ী করছেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ শিক্ষার্থীরা।
এসব অপরাধ বন্ধে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে ভৈরব থানার ভেতরে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্রসমাজ।
এ সময় ভৈরব থানার ওসিকে ৭২ ঘণ্টার ভেতর ছিনতাই ও ধর্ষণ বন্ধে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
সমাবেশ চলাকালে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী সমাবেশ বন্ধে বাধা দিলে ক্ষেপে যান শিক্ষার্থীরা। তারা এ সময় ছিনতাই বন্ধের বিষয়ে ওসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ওসি ১৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে শিক্ষার্থীদের ব্যাখ্যা দেন ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য তাদের আশ্বস্ত করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরাফাত রহমান জিহাদ, শরীফুল হক তন্ময়, শাহারিয়া সাহিম ও মাহিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে ছিনতাই ও ধর্ষণ বন্ধে গত ২৬ ফেব্রুয়ারি রাতে ভৈরব শহরে মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
মন্তব্য করুন