কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। ছবি : কালবেলা
প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করে বেলাশহর এলাকার ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। পৌনে ১১টায় প্রশাসনের হস্তক্ষেপে ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকায় অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

অবরোধের কারণে শুক্রবার দুপুরে মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের সঙ্গে কাজ করে বিএনপি নেতাকর্মীরা।

ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান, দুই মাস ধরে তাদের বেতন দিচ্ছে না মালিকপক্ষ। দুমাসের বেতন কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া। এ মাসে তাদের মাত্র ৬ হাজার টাকা বেতন দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এতে তারা ঘর ভাড়া দিতে পারছেন না। এমনকি খাওয়া-দাওয়াও করতে পারছেন না।

এক শ্রমিক বলেন, আমাদের কথা কেউ ভাবে না। মালিকদের কাজ করি, কিন্তু আমরা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালাই সেটা কেউ ভাবে না। আজ আমরা বাধ্য হয়েই মহাসড়কে নেমেছি।

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন বলেন, তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। আজ সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলি এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করব বলে আশ্বস্ত করি। আমাদের কথার ওপর ভরসা করে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতনভাতা পরিশোধ করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধে যানজট দীর্ঘ হয়। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে আমাদের হাইওয়ে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

আইনের শাসন না থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয় : তারেক রহমান

নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন

আমিরাতের আকাশে চাঁদ দেখা গেছে, কাল রোজা

জাতীয় টেনিসে জারিফ-সুমাইয়া সেরা

শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করল বাংলাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে শহীদ আবু সাঈদের ভাইয়ের স্ট্যাটাস

৩২ জেলার দায়িত্ব পেলেন সারজিস

কিংসে রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার

১০

পবিত্র মাহে রমজানের চাঁদের ছবি প্রকাশ

১১

জনগণের সরকারই ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে পারবে : আমিনুল হক 

১২

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া – অপেক্ষায় আফগানিস্তান

১৩

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন আরশাদুল হক

১৪

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু শনিবার

১৫

অছাত্র ও বিবাহিতদের দিয়ে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি করায় ক্ষোভ

১৬

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৭

নতুন দলের যুগ্ম মুখ্য-সমন্বয়ক হলেন তারিকুল ইসলাম

১৮

বিস্তীর্ণ ফসলি জমির মাঝে অচল ১৮ লাখ টাকার সেতু

১৯

লক্ষ্মীপুরে ২১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

২০
X