সাভারে মহাসড়ক দখল করে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে চলমান উচ্ছেদ অভিযানে চার শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সকাল থেকে সাভারের হেমায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাওগাতুল আলম।
সাভার হাইওয়ে থানার ওসি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করছে মানুষজন। এতে করে পথচারীদের যেমন হাঁটাচলায় সমস্যা হচ্ছে, তেমনি কোথাও কোথাও যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে সাভার হাইওয়ে থানা পুলিশ কয়েক দিন ধরেই ফুটপাত দখলমুক্ত রাখতে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে অন্তত ৪ শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পর্যায়ক্রমে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের যেসব স্থানে এরকম অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় সাধারণ জনগোষ্ঠী ও সড়কটি ব্যবহারকারী পথচারীরা। আসন্ন রমজানকে কেন্দ্র করে পুলিশের এমন অভিযান জনবান্ধব বলছেন স্থানীয়রা।
মন্তব্য করুন