ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুর পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শফিকুল ইসলাম ভাঙ্গা থানার ওসি হিসেবে গত ১৫ ফেব্রুয়ারি যোগ দেন। সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা থানায় সদ্য নিয়োগ পাওয়া ওসি শফিকুল ইসলামকে আওয়ামী লীগ-স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতাদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান গণঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীরা। পরে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই ঘটনায় ব্যাপক তোপের মুখে তিনি।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ভাঙ্গার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা ইস্যু করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্ট হলে ফরিদপুর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মন্তব্য করুন