ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৭ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : সংগৃহীত

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন করার অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুর জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে ফরিদপুর পুলিশ সুপার অফিসে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকার ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালত তাকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৮ জনই পুলিশ সদস্য।

মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১৯ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির ওই নেতাকর্মীদের ওপর চড়াও হন এবং হামলা চালান। পাশাপাশি তারা গুলিবর্ষণ করতে থাকলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসায় আক্রমণ করে গুলি ছুড়তে থাকেন। তারা বাসার একটি কক্ষের জানালা ভেঙে সেখানে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়ালকে গুলি করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন।

হবিগঞ্জ মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, গ্রেপ্তারের বিষয়টি জানা নেই। তবে মামলার আগেই শফিকুল বদলি হয়েছেন।

উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা / রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তিন দিনের রিমান্ডে

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ

ঋণ করে বাজেট দেওয়ায় আকার বড় হয়েছে : এনবিআর চেয়ারম্যান

বোম্বাই মরিচ যেন ‘টাকার মেশিন’

পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

এবার ভূমিকম্পে কাঁপল নেপাল

‘স্বৈরশাসক বলেছি? আমি তো বিশ্বাসই করতে পারছি না’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

সিটি গ্রুপে চাকরির সুযোগ

ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

১০

বেরোবি শিক্ষার্থীদের সুখবর দিল পাকিস্তান

১১

পাকিস্তানে রহস্যে ঘেরা এক বিমানবন্দর

১২

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রেস সচিবের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার খবর কি সত্য?

১৩

‘খেলার মাঠে মেলা নয়, ১২ মাস খেলা চাই’

১৪

বিশ্বের সবচেয়ে লম্বা মহিষ কিং কং

১৫

থামছে কুর্দি বিদ্রোহীরা, এরদোয়ানের বিরাট সাফল্য

১৬

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানসহ আহত ৬

১৭

সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে শহীদ হন শাহরিয়ার শুভ

১৮

কারখানার চালককে মারধরে যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৯

আবারও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X