চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় আবুল হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের দাঁড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বৃদ্ধ আবুল হোসেনের ঘরে আগুন জ্বলতে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এতে পুরো ঘর জ্বলে ছাই হয়ে যায়। পরে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে ক্ষতিগ্রস্ত মালামাল সরানোর সময় দেখতে পায় বৃদ্ধ আবুল হোসেন আগুনে পুড়ে অঙ্গার হয়ে আছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
স্থানীয় যুবক সালাউদ্দিন বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরে অবস্থানরত আবুল হোসেনের পরিবার সদস্যরা তড়িঘড়ি করে বের হয়ে যায়। কিন্তু ২০ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণ আসার পরে ধ্বংসস্তূপ থেকে ক্ষতিগ্রস্ত মালামাল সরানোর সময় বৃদ্ধ আবুল হোসেনকে আগুনে পুড়ে যাওয়া দেহ পড়ে থাকতে দেখা যায়। আগুনের সূত্রপাত কোথায় থেকে হল এ ব্যাপারে কেউ কিছু জানেন না।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে সিনিয়র কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই কিন্তু তার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে ধংসস্তুপ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন