কুমিল্লা মহানগরে প্রথমবারের মতো মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও শীর্ষ তিন পদে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব নির্বাচিত হয়েছেন।
এদিন বিকেলে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে দলটির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস এ তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো মহানগর বিএনপির ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। আর মঙ্গলবার প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপি নির্বাচিত কমিটি পেল।
তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রি ও জমার দিন ছিল ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের দিন ছিল ২২ ফেব্রুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২৪ ফেব্রুয়ারি। আর নির্বাচনের ভোটগ্রহণ হয় গত মঙ্গলবার।
মন্তব্য করুন