টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে শিক্ষা সফরের ৪টি বাসে ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বাকি ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করতে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান মামলা করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, ওই ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
মামলার এজাহারে জানা যায়, ডাকাতরা ১০টি মোবাইল এবং শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লাখের বেশি টাকা লুট করেছে। এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরের ওই ৪টি বাসে ডাকাতি হয়। ভোরে বাসগুলো নিয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশে রওনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
সামনের বাসের সামনের সিটে বসে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান। তিনি জানান, ভোরে রাস্তা ফাঁকা পেয়ে বাস দ্রুতগতিতে চলছিল। হঠাৎ সড়কের মাঝে গাছের গুঁড়ি দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে আঘাত শুরু করে। ডাকাতরা পেছনের গাড়ি থেকে মালপত্র লুট করা শুরু করে। এরই মধ্যে তিনি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে তিন গাড়ির যাত্রীদের থেকে মালপত্র লুট করে চলে যায় ডাকাতরা।
মন্তব্য করুন