সাজেকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এসময় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের গৃহ নির্মাণে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত বিকাশ চাকমা, জেলা প্রশাসক হাবিব উল্লাহ, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ অন্যরা।
ক্ষতিগ্রস্ত কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ মালিক ও স্থানীয়রা বিভিন্ন দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন। তাদের দাবি বাস্তবায়নে আশ্বাস দেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সাজেকে দ্রুত বিশেষায়িত ফায়ার স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হবে। কটেজ মালিকদের জন্য করপোরেট ঋণের ব্যবস্থা করার অনুরোধও জানানো হবে।
এর আগে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থসহ ত্রাণ সহায়তা দিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। সাজেকের শিবমন্দির প্রাঙ্গণে এসব বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোবারক হোসেন।
এ সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে গির্জা ও মন্দিরে আশ্রিত ৩৬ পরিবারের সবাইকে দেওয়া হয়েছে সাড়ে ৭ হাজার টাকার চেক, ৩০ কেজি চাল, শুকনো খাবার ও কম্বল।
মন্তব্য করুন