বান্দরবানে জেলা শহর ও শহরতলিতে এক ঘণ্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পুলিশ সদস্যসহ তিনজন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বাসস্ট্যান্ডের কাছাকাছি মানুরটেক এলাকার বাঁকে পুলিশের রেশনবাহী একটি ট্রাক উল্টে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক শামসুল আলমের। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডলসেন গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বান্দরবান জেলা পুলিশের রেশন ইনচার্জ ইকবাল হোসেন চৌধুরী।
অন্যদিকে বেলা সাড়ে ১১টা নাগাদ জেলা শহরতলির হলুদিয়ার বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ হোসেন (৩৫)। তার বাড়ি বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিয়াখোলা গ্রামে। ওই মোটরসাইকেলে তিনিসহ তিন যাত্রী ছিলেন। তারা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট থেকে বান্দরবান যাচ্ছিলেন। পথে হলুদিয়া এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কেরানীহাটের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে মোটরসাইকেলের চালক মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। অন্য দুই মোটরসাইকেল আরোহী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধারকাজ শেষ করেন। পরে নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যান।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ কালবেলাকে জানান, পুলিশ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।
মন্তব্য করুন