চট্টগ্রামে চলন্ত বাসে দিন-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন শেফায়েতুন নেছা সোমা নামের এক নারী আইনজীবী। সংঘবদ্ধ ছিনতাই চক্র প্রকাশ্যে দিবালোকে তার গলা থেকে সোনার চেইন টান দিয়ে নিয়ে পালিয়ে যায়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের অদূরে ফলমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী আইনজীবী কালবেলাকে ঘটনার বিবরণ জানিয়ে বলেন, আমার বাসা নগরীর কাটগড় এলাকায়। আমি আদালতে যাওয়ার জন্য সকালে মেট্রো-প্রভাতী বাসে করে টাইগার পাস এলাকায় এসেছি। সেখানে সিএনজিচালিত অটোরিকশা না পেয়ে ৬ নং রুটের একটি বাসে উঠে কোর্টের উদ্দেশ্যে রওনা দেই। বাস রিয়াজুদ্দিন বাজারের ফলমন্ডি এলাকায় যাওয়ার পর ৬-৭ জন লোক একসঙ্গে ওঠে। তাদের গতিবিধি সুবিধাজনক মনে না হচ্ছিল না।
এরমধ্যে একজন বললেন, ‘আপু একটু সাইড দেন, দাঁড়াব।’ এ কথা বলার পরপরই একজন আমার গলার চেইন টান মেরে নিয়ে নেয়। এ সময় আমি ছিনতাইকারী বলে নামতে চাইলেও তাদের সঙ্গে ওঠা বাকি লোকদের কারণে নামতে পারিনি। তারা এমন করে দাঁড়িয়েছিল যাতে আমি নামতে না পারি। এক মিনিটের মধ্যেই ছিনতাইকারী চোখের আড়াল হয়ে যায়।
তিনি বলেন, ছিনতাইয়ের সময় বাসের চালক ও সহযোগীর ভূমিকা সন্দেহজনক ছিল। তারা ধীরে ধীরে চালাচ্ছিল। আমি নেমে যাওয়ার পর তারা গতি বাড়িয়ে চলে গেছে। পরে আমি থানায় গিয়ে বিস্তারিত বলার পর পুলিশের একটা টিম বাসের চালক ও সহযোগীকে হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, ‘আমরা বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।’
মন্তব্য করুন