কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট নেতাকে সদস্য পদ বাতিলসহ বহিষ্কার করেছে সংগঠনটি। একইসঙ্গে আরও পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও তাদের দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে ৮ জন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা শাখা কমিটির সংগঠক আতিকুল হাসান আসিফ, সদস্য মো. রায়হান হোসেন, মো. আপন, রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান সাব্বির ও সদস্য রাতুল রায়হান।
এছাড়াও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ৫ জন সদস্যকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তাদেরকে ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
তারা হলেন কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান, কুমারখালী উপজেলা শাখা কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সাগর উদ্দিন, আমির হামজা ও কুমারখালী উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন।
মন্তব্য করুন